এসিতে আগুন লাগার কারণ এবং সাবধানতা ।

 

বর্তমান সময়ে গরম মৌসুমে এসি ছাড়া কল্পনাও করা কঠিন। তবে অনেকেই আছেন এসি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে যথেষ্ট সতর্ক থাকেন না। ফলে বিভিন্ন কারণে এসিতে আগুনের ঘটনা ঘটে।

এসিতে আগুন লাগার প্রধান কারণগুলো:

১. শর্ট সার্কিট – বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সঠিক মানের ক্যাবল এবং দক্ষ হাতে ক্যাবেল কানেকশন না কররলে শর্ট সার্কিট থেকে এসিতে আগুনের প্রধান কারণ।

২. অনিয়মিত সার্ভিসিং – নির্দিষ্ট সময় অন্তর এসি সার্ভিস না করালে ঝুঁকি বেশি।

৩. অবৈজ্ঞানিক ইনস্টলেশন – অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনেশয়ানের হাতে এসি না লাগালে ইনস্টলেশন ঠিকমতো হয়না যা বিপদ ডেকে আনে।

৪. লো কোয়ালিটি এসি – দুর্বল ও নকল এসি নিম্নমানের থাকায় বিপদ বেশি।

সতর্কতা:

নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মানসম্মত এসি কিনুন।

নিয়মিত সার্ভিসিং নিশ্চিত করুন।

সঠিকভাবে ইনস্টলেশন ও এয়ার ফ্লো নিশ্চিত করুন।

শর্ট সার্কিট এড়িয়ে চলুন।

অস্বাভাবিক গরম অনুভব করলে তাৎক্ষণিক বন্ধ করুন এবং পরীক্ষা করুন।

সতর্ক থাকুন, নিরাপদে এসি ব্যবহার করুন !

এছাড়া পরিবার এবং আপনাকে নিরাপদ রাখতে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার পরামর্শ নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *